Share Market | পতন শেয়ার বাজারে! নিম্নমুখী সেনসেক্স ও নিফটি৫০র সূচক! হতাশায় লগ্নিকারীরা
Thursday, November 7 2024, 2:07 pm
Key Highlightsবুধবার স্টক মের্কেটের সূচক যতটা বেড়েছিল, বৃহস্পতিবার প্রায় ততটাই কমে গেল।
ডোনাল্ড ট্রাম্প জয়ী হতেই ভারতের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী হয়েছিল সূচক। কিন্তু একদিন গড়াতেই ফের হতাশা। বুধবার স্টক মার্কেটের সূচক যতটা বেড়েছিল, বৃহস্পতিবার প্রায় ততটাই কমে গেল। বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই পড়তে শুরু করে সেনসেক্স ও নিফটি৫০। দিনের শেষে দুই সূচকই কমেছে ১ শতাংশের বেশি। বৃহস্পতিবার বাজার বন্ধের সময়, বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৮৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৫৪১ পয়েন্টে। অন্যদিকে নিফটি ২৮৪ পয়েন্ট কমে ২৪ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়ে।
- Related topics -
- শেয়ার বাজার
- সেনসেক্স
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য

