Arunachal Pradesh | অরুণাচলের সরকারি স্কুলে লাগলো আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত তৃতীয় শ্রেণীর ছাত্র, আহত ৩

অরুণাচল প্রদেশের একটি সরকারি আবাসিক স্কুলে ভয়ংকর অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু হয়েছে।
শনিবার রাতে অরুণাচল প্রদেশের শি-ইওমি জেলার পাপিক্রুং সরকারি আবাসিক স্কুলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে গোটা ছাত্রাবাসটি পুড়ে গিয়েছে। তাশি জেমপেন নামক এক তৃতীয় শ্রেণীর ছাত্র অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্য তিন ছাত্র লুখি পুজেন (৮), তানু পুজেন (৯) ও তায়ি পুজেন (১১)। আহতদের পশ্চিম সিয়াং জেলার আলো শহরের জোনাল জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দূর্গম গ্রামে এখনও বিদ্যুৎ না পৌঁছনোয় অগ্নিকান্ডের কারণ নিয়ে ধন্ধে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছে বিধায়ক পাসাং দরজি সোনা।