Bangladesh | রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, চাপ আসতেই শাওন এবং সাবাকে ছেড়ে দিলো ইউনুস সরকার

বাংলাদেশের অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটক করার পর থেকেই বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছিল পুলিসের উপরে। শেষপর্যন্ত শুক্রবার জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল দুজনকে।
পদ্মাপাড়ে উত্তপ্ত বাংলাদেশ। একে একে আটক করা হচ্ছে আওয়ামী লীগ সদস্যদের। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে। শুক্রবার সকালে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছিল ঢাকা পুলিশ। তারপরই বিভিন্ন মহল থেকে ইউনুস সরকারের ওপর চাপ আসতে শুরু করে। শেষপর্যন্ত শুক্রবার জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল দুজনকে। ঢাকা পুলিশের উপকমিশনার জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাওন ও সাবাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।