Pori Moni | পরীমনির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা! ব্যবসায়ীকে হত্যার চেষ্টা মামলাতেই ফের বিপাকে অভিনেত্রী
Sunday, January 26 2025, 1:25 pm
Key Highlights
ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগের মামলার শুনানিতে হাজিরা না দেওয়ার কারণেই গ্রেফতারি পরোয়ানা পরীর বিরুদ্ধে।
গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশের অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে! ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগের মামলার শুনানিতে হাজিরা না দেওয়ার কারণেই গ্রেফতারি পরোয়ানা পরীর বিরুদ্ধে। ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শুধু অভিনেত্রী নন, তাঁর ড্রেস ডিজাইনার বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, তিনি আদালতের কাছে সময় চেয়ে নিয়েছিলেন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায় এবং পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন হয়।