আন্তর্জাতিক

Bangladesh Prisoners | বাংলাদেশে ছাত্র আন্দোলন চলার সময়ে কারাগার থেকে পালিয়ে যায় প্রায় ২ হাজার বন্দি

Bangladesh Prisoners | বাংলাদেশে ছাত্র আন্দোলন চলার সময়ে  কারাগার থেকে পালিয়ে যায় প্রায় ২ হাজার বন্দি
Key Highlights

বাংলাদেশে ছাত্র আন্দোলন চলার সময়ে অন্তত ১৭টি কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটেছিল বলে খবর।

বাংলাদেশে ছাত্র আন্দোলন চলার সময়ে অন্তত ১৭টি কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটেছিল বলে খবর। জানা গিয়েছে, সেই সময়ে কারাগার থেকে পালিয়ে গিয়েছিল প্রায় ২ হাজার বন্দি। যাদের মধ্যে অনেকেই এখনও পলাতক। সূত্রের খবর, গত ১৯ জুলাই ওই কারাগারে হামলা চালিয়েছিল আন্দোলনকারীরা। সেখানে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সেদিনই ওই কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গিসহ পালিয়ে যান ৮২৬ জন বন্দি। তারা আগ্নেয়াস্ত্র এবং গুলিও নিয়ে পালিয়ে যায়।