প্রবল তুষারপাতের কবলে বিপর্যস্ত জাপান! বহু মানুষ রয়েছে ঘরবন্দি।

Friday, December 18 2020, 10:50 am
highlightKey Highlights

প্রবল তুষারপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের বিস্তীর্ণ অঞ্চল। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে ফলে নতুন করে লকডাউন জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে এবারই প্রথম জাপানের বিখ্যাত সাপ্পোরো স্নো ফেস্টিভ্যাল বাতিল করেছে সরকার। প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে নিগাতা ও গুনমা জেলা। ওই দুটি জেলার বিস্তীর্ণ এলাকায় সাড়ে ৬ ফুট উচ্চতা পর্যন্ত বরফ পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ৭২ ঘণ্টায় প্রবল তুষারপাতের ফলে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন জাপানের উত্তর ও পশ্চিমপ্রান্তে বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File