অভিনেতা অর্জুন রামপালকে মাদক মামলায় গ্রেফতার করা হতে পারে
Monday, December 21 2020, 12:08 pm
Key Highlightsনারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে যেদিন তল্লাশি চালানো হয় সেদিন কিছু ওষুধ উদ্ধার করেছিলেন অফিসাররা। যার জন্য অর্জুন ১৩ ই ডিসেম্বর এনসিবির হাতে ডাক্তারের প্রেসক্রিপশন তুলে দেন। সেই অনুযায়ী অভিনেতা অর্জুনের কিছু মানসিক অসুস্থতা থাকার কারণে ডাক্তার সেইসব ওষুধগুলি খেতে বলেছিলেন। তার ভিত্তিতে আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে তাঁর জেরা করা হয়। সূত্রের খবর, তাঁর দেওয়া প্রেসক্রিপশন যদি এনসিবির ডাক্তার দ্বারা ভুল প্রমাণিত হয় তাহলে গ্রেফতার করা হতে পারে অভিনেতা অর্জুন রামপালকে।
- Related topics -
- সেলিব্রিটি
- অর্জুন রামপাল
- অভিনেতা
- মাদক কাণ্ড
- ভারতীয়

