Paris Olympic 2024 | পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থানে শেষ অর্জুন বাবুতার
Monday, July 29 2024, 12:19 pm
Key Highlightsপদক হাতছাড়া হলো অর্জুনের। লড়াই করেও শেষ পর্যন্ত পদক জিততে পারলেন না অর্জুন বাবুটা।
পদক হাতছাড়া হলো অর্জুনের। লড়াই করেও শেষ পর্যন্ত পদক জিততে পারলেন না অর্জুন বাবুটা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে পিছিয়ে যান তিনি। তাঁর ১৩তম শটটি A 9.9 শেষ পর্যন্ত তার জন্য ব্যয়বহুল প্রমাণিত হয়েছিল। চতুর্থ স্থানে থেকে লড়াই শেষ করেন তিনি। ১৬ তম শট পর্যন্ত পদকের দৌড়ে ছিলেন অর্জুন বাবুটা। শেষ পর্যন্ত পদক মিস করেছেন তিনি চতুর্থ স্থান দখল করেন। অর্জুন বাবুটা ২৮ জুলাই ১০মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে ৬৩০.১ স্কোর করেছিলেন।

