Arijit Singh | ব্রিটেনের কনসার্টে মহিলা অনুরাগীকে ধাক্কা নিরাপত্তারক্ষীর, গান থামিয়ে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং

Thursday, September 26 2024, 1:11 pm
Arijit Singh | ব্রিটেনের কনসার্টে মহিলা অনুরাগীকে ধাক্কা নিরাপত্তারক্ষীর, গান থামিয়ে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং
highlightKey Highlights

মহিলা অনুরাগী, অরিজিতের নাম ধরে চিৎকার করছেন। এমন দৃশ্য দেখে হঠাৎই গান থামিয়ে দেন গায়ক।


বিশ্বখ্যাত গায়ক তিনি। তবুও বহু ঘটনা প্রমাণ করে দেয় যে তিনি মাটির মানুষ। তিনি অরিজিৎ সিং। ব্রিটেনের কনসার্টের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলাকে গলা ধরে ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। মহিলা অনুরাগী, অরিজিতের নাম ধরে চিৎকার করছেন। এমন দৃশ্য দেখে হঠাৎই গান থামিয়ে দেন গায়ক। নিরাপত্তারক্ষীকে বলেন, ”এরকম করা একেবারেই উচিত নয়।' এরপরই খোদ অরিজিৎ মহিলার কাছে ক্ষমা চেয়ে বলেন, ”আমি দুঃখিত। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File