Balurghat | ধর্মঘট নিয়ে বচসা, সিপিএম কর্মীকে চড় মারার অভিযোগ আইসির বিরুদ্ধে!

সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানকে চড় মারার অভিযোগ উঠলো আইসির বিরুদ্ধে।
বুধবার দেশজুড়ে ভারত বনধের জেরে রাজ্যে জায়গায় জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকরা। এরই মধ্যে সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানকে চড় মারার অভিযোগ উঠলো আইসির বিরুদ্ধে। জানা গিয়েছে, বংশীহারীতে পিকেটিং এর সময়ে থানার আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই আন্দোলনকারী। অভিযোগ, বচসার মধ্যেই আন্দোলনকারীর গালে সপাটে চড় মারেন বংশীহারী থানার আইসি অসীম গোপ। এরপর মাজেদারকে গ্রেফতারও করা হয়। বিষয়টি জানতে পেরে এদিন দুপুরে বালুরঘাটে পুলিশ সুপারের কাছে যায় জেলা বামফ্রন্ট নেতৃত্ব।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি
- রাজনৈতিক
- সিপিএম