Tamil Nadu Train Derail | তামিলনাড়ুতে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, আতঙ্কে যাত্রীরা
Saturday, June 28 2025, 4:24 am
Key Highlightsসাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন (নং ৬৬০৫৭)।
সাতসকালে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ট্রেন। সূত্রের খবর, শনিবার ভোরবেলা তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরি স্টেশন থেকে রওনা হয়েছিল আরাক্কোনাম টু কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন (নং ৬৬০৫৭)। স্টেশন ছাড়িয়ে কিছুদূর যেতেই বিকট আওয়াজে সাবধান হয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন লোকো পাইলট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেসময় আচমকা লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। ভেঙে যায় ট্রেন লাইনের একাংশ। যদিও এই দুঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্তমানে লাইনে মেরামতির কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।
-  Related topics - 
 - দেশ
 - তামিলনাড়ু
 - ট্রেন লাইনচ্যুত
 - ট্রেন
 

 