Govt Bus | শহরে সরকারি বাসের সংখ্যা বাড়াতে ৮৭৫ চালক-কন্টাক্টার নিয়োগ! অনুমোদন দিতে চলেছে নবান্ন
Saturday, January 25 2025, 9:38 am
Key Highlights
শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে চালক এবং কন্ডাক্টর চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য নবান্নে প্রস্তাব দিয়েছিল দফতর।
সরকারি বাসের সংখ্যা বাড়াতে তৎপর রাজ্য পরিবহণ দফতর। শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে চালক এবং কন্ডাক্টর চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য নবান্নে প্রস্তাব দিয়েছিল দফতর। আর সেই মতো ৮৭৫ জন চালক কন্টাক্টারকে চুক্তিভিত্তিতে নিয়োগে অনুমোদন দিতে চলেছে নবান্ন। জানা গিয়েছে, আগামী সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে চালক কন্ডাক্টর নিয়োগের বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। সম্প্রতি প্রশাসনিক বৈঠকে সরকারি বাস পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।