আন্তর্জাতিক

Apple COO | এবার অ্যাপলের শীর্ষপদে বসছেন এক ভারতীয় কর্মকর্তা, কে এই সাবিহ খান?

Apple COO | এবার অ্যাপলের শীর্ষপদে বসছেন এক ভারতীয় কর্মকর্তা, কে এই সাবিহ খান?
Key Highlights

অ্যাপল তাদের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে সাবিহ খানের নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার অ্যাপল তাঁদের চিফ অপারেটিং অফিসার (সিওও)এর নাম ঘোষণা করল। অ্যাপল জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত অধিকর্তা সাবিহ খান এই পদে বসছেন। সাবিহ ১৯৯৫ সালে অ্যাপলে যোগ দেন। গত ৩০ বছর ধরে এই সংস্থায় বিভিন্ন পদে কাজ করেছেন সাবিহ। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সিইও টিম কুকও। উত্তরপ্রদেশের মোরাদাবাদের ছেলে সাবিহ টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন তিনি।