Apache Attack Helicopter | চলতি সপ্তাহেই ভারতে আসছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার! প্রথম ব্যাচই পাঠানো হবে পাকিস্তানে!
Wednesday, July 16 2025, 10:06 am

চলতি সপ্তাহেই ভারতের সেনার হাতে আসবে অত্যন্ত শক্তিশালী অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার!
চলতি সপ্তাহেই ভারতের সেনার হাতে আসবে অত্যন্ত শক্তিশালী অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার! জানা গিয়েছে, প্রথম ব্যাচের অধীনে মোট তিনটি অ্যাপাচে হেলিকপ্টার থাকবে। আর সেই সকল হেলিকপ্টার পাকিস্তান সীমান্তে মোতায়েনের পরিকল্পনা করছে ভারত সরকার। আমেরিকা থেকে আসা AH ৬৪S অ্যাপাচে হেলিকপ্টার গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নামবে। এই অ্যাপাচে হেলিকপ্টার ঠিক নীচে ৩০ এমএমের ক্যানন রয়েছে। যা দু'মিনিটেরও কম সময় ১,২০০ রাউন্ড গুলি ছুড়তে পারে। ৮০ টি রকেটের পাশাপাশি হেলফায়ার মিসাইলও বইতে পারে অ্য়াপাচে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- ভারতীয় সেনা
- সেনাকর্মী