কেন স্বয়ং কর্ণ জোহারকে প্রত্যাখ্যান করেছিলেন অনুরাগ কশ্যপ জানেন?
Sunday, September 12 2021, 3:51 pm

গত শুক্রবার ছিল বলিউডের পরিচালক অনুরাগ কশ্যপের জন্মদিন । ‘গ্যাং স অব ওয়াসেপুর’-এর পরিচালক পা রাখলেন ৪৯ বছরে। প্রায় ১৪ বছর আগে তিনি প্রকশ্যে বলেছিলেন যে ‘সত্য’-র সাফল্যর পরে বেশ কিছু বড় ফিল্ম প্রযোজনা সংস্থার থেকে চিত্রনাট্য লেখার প্রস্তাব পান তিনি। ২০০৭ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে, এই বড় নামগুলির মধ্যে একটি ছিল স্বয়ং কর্ণ জোহরের সংস্থা। পরিচালক অনুরাগ জানান, ‘‘আমিও বড় প্রস্তাব পেয়েছিলাম ‘সত্য’-র পরে। কর্ণ জোহর ‘কাল হো না হো’-র চিত্রনাট্য লিখতে বলেছিলেন। ‘তেরে নাম’ (২০০৩), ‘জিস্ম’ (২০০৩) ছবির চিত্রনাট্যও লিখতে বলা হয়েছিল আমায়। আমি গ্রহণ করিনি।’’
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- অনুরাগ কশ্যপ
- করণ জোহর
- পরিচালক