Anubrata Mandal | বীরভূমের জেলা সভাপতির পদ থেকে সরানো হলো অনুব্রত মণ্ডলকে!
Friday, May 16 2025, 6:23 pm
Key Highlightsশুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বীরভূম জেলার সভাপতি হিসেবে তাঁর নাম নেই।
শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাতে দেখা যাচ্ছে এবার থেকে বীরভূম জেলা চালাবে নয় সদস্যের কোর কমিটি। তবে তালিকায় বীরভূম জেলার জেলা সভাপতি হিসেবে নাম নেই অনুব্রত মন্ডলের। তবে কোর কমিটির লিস্টে রয়েছে অনুব্রতর নাম। কোর কমিটিতে নাম রয়েছে অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষদেরও। বীরভূমে দলীয় চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন কমিটির অন্যতম সদস্য আশিস ব্যানার্জি।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অনুব্রত মন্ডল
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কর্মী
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- বীরভূম

