Bangladesh Quota Movement | শুধু হাসপাতাল ও জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সব! বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের ঘোষণা কোটা বিরোধী আন্দোলনকারীদের

Thursday, July 18 2024, 7:38 am
highlightKey Highlights

বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা।


বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এখনও উত্তপ্ত পরিস্থিতি। এরই মধ্যে বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। তারা জানিয়েছে, শুধু হাসপাতাল ও জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে তার উপযুক্ত তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File