কর্ণাটক হাই কোর্টের নির্দেশ, গোহত্যা বিরোধী আইন সংবিধানগত ভাবে বৈধ

Thursday, January 21 2021, 11:47 am
highlightKey Highlights

গোহত্যা বিরোধী আইন সংবিধানগত ভাবে বৈধ। রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারকে স্বস্তি দিয়ে এই রায়ই দিল কর্ণাটক হাই কোর্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকারের গোহত্যা বিরোধী অর্ডিন্যান্সের বিরুদ্ধে কর্ণাটক হাই কোর্টের দ্বারস্থ হন মহম্মদ আরিফ জামিল-সহ আর কয়েকজন। তাঁদের দায়ের করা আবেদনের ভিত্তিতে হওয়া শুনানিতে হাজির হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিঙ্গ নাভাদগি। তিনি জানান, সংবিধানে বর্ণিত আইন অনুযায়ীই গোহত্যা বিরোধী অর্ডিন্যান্স জারি করা হয়েছে। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে কর্ণাটক হাই কোর্ট। পরে এপ্রসঙ্গে জানায়, গোহত্যা বিরোধী আইন সংবিধানগত ভাবে বৈধ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File