Belgharia Shootout | ফের রাজ্যে শুটআউট, বেলঘড়িয়ায় দুষ্কৃতীর গুলিতে আহত দুই তৃণমূলকর্মী

ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের। এই হামলায় আহত হয়েছেন তৃণমূলকর্মী বিকাশ সিং ও সন্তু দাস নামে দুই জন।
বেলঘড়িয়ায় ভরসন্ধায় শ্যুটআউট। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ৪নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ছিলেন তৃণমূল কর্মী বিকাশ সিং ও তাঁর স্ত্রী। হঠাৎ তিনজন বাইকধারী দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে আহত হন বিকাশ ও সন্তু দাস নামে একজন ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতাল তাঁরপর আরজি কর হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।