East Bengal | ১১ তারিখের ডার্বির আগে ফের বিপর্যয় ইস্টবেঙ্গলে! চোটের তালিকায় আনোয়ার আলি

Tuesday, January 7 2025, 10:22 am
highlightKey Highlights

চোটের তালিকায় এবার সংযোজন আনোয়ার আলি। আগে থেকেই কোমরে চোট ছিল।


হার, চোট আঘাত, কার্ড সমস্যা একের পর এক বিপর্যয় এসেই চলেছে লাল হলুদ ব্রিগেডে। চোটের তালিকায় এবার সংযোজন আনোয়ার আলি। আগে থেকেই কোমরে চোট ছিল। তা নিয়েই মুম্বই ম্যাচে মাঠে নেমেছিলেন। ৯০ মিনিট শেষে খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে দেখা গেল জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে। সব শেষে হুইলচেয়ারে করে স্টেডিয়াম ছাড়েন তিনি। বর্তমানে লিগ টেবলের ১১ নম্বরে ইস্টবেঙ্গল। অন্যদিকে শীর্ষে রয়েছে মোহনবাগান। এই অবস্থায় আনোয়ারের চোট ১১তারিখের ডার্বির আগে ইস্টবেঙ্গলের কপালে ভাঁজ ফেললো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File