Anirudh Thapa | বিয়ের পিঁড়িতে মোহনবাগান তারকা অনিরুদ্ধ থাপা, শুভেচ্ছা জানালেন ক্লাব কর্তৃপক্ষ থেকে অনুরাগীরা

বুধবার তাঁর সাত পাকে বাঁধা পড়ার ভিডিও এবং ছবি পোস্ট করল মোহনবাগান।
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মোহনবাগান ফুটবলার অনিরুদ্ধ থাপা। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন এই সেন্ট্রাল মিডিও খেলোয়াড়। গতকাল তারকার ‘হলদি’র ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই শুভেচ্ছায় ভরে যায় কমেন্টবক্স। বুধবার তাঁর সাত পাকে বাঁধা পড়ার ভিডিও এবং ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালো ক্লাব কতৃপক্ষ। ২০২৩এ মোহনবাগানে সই করেন অনিরুদ্ধ। প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দোর কাছে অনুশীলন করেছেন তিনি। সবুজ মেরুনের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন এই ফুটবলার। ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৫৯টি ম্যাচ। রয়েছে ৪টি আন্তর্জাতিক গোল।
