Tirupati | তিরুপতির লাড্ডুতে মিলেছিল পশুর চর্বি, তদন্তে পুলিশের জালে গ্রেপ্তার ৪

Monday, February 10 2025, 6:48 am
Tirupati | তিরুপতির লাড্ডুতে মিলেছিল পশুর চর্বি, তদন্তে পুলিশের জালে গ্রেপ্তার ৪
highlightKey Highlights

তিরুপতি বালাজি মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি! দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া সেই মামলার তদন্তে এবার চার অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই।


তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি পাওয়ার ঘটনায় সাড়া পড়েছিল দেশজুড়ে। সেই মামলার তদন্তে এবার ৪জনকে আটক করলো পুলিশ। তিরুপতি মন্দিরে প্রসাদী লাড্ডুর বিরাট চাহিদা মেটাতে প্রতিদিন ১৫ হাজার কিলো ঘি লাগে। এই ঘি সরবরাহ করতো বৈষ্ণবী ডেয়ারি। ঘিয়ের জোগান দিতে তারা ভোলেবাবা ডেয়ারির ওপর ভরসা করতো। আটক করা হয়েছে রুড়কির ভোলেবাবা ডেয়ারির প্রাক্তন নির্দেশক বিপিন জৈন, বৈষ্ণবী ডেয়ারির সিইও অপূর্ব বিনয়কান্ত চাবড়া, এআর ডেয়ারির এমডি রাজু রাজশেখরনসহ আরও একজনকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট