Anil Ambani | SBI-এর পর অনিল আম্বানির সংস্থাকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও!

শেয়ারবাজারকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে অনিল আম্বানি এবং রিলায়েন্স কমিউনিকেশনসের ঋণ অ্যাকাউন্টকে তারা ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করেছে।
আগেই অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনসের (RCom) ঋণ অ্যাকাউন্টকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করেছিল SBI। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ৩১,৫৮০ কোটি টাকার ঋণ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে। এবার একই পথে হাঁটলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। রবিবার শেয়ারবাজারকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে অনিল আম্বানি এবং রিলায়েন্স কমিউনিকেশনসের ঋণ অ্যাকাউন্টকে তারা ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করেছে। BOI জানিয়েছে, অনিলের সংস্থা ৭২৪.৭৮ কোটি টাকার ঋণ মেটায়নি।