Earthquake | ফের ভূকম্পে কেঁপে উঠলো অন্ধ্র প্রদেশ! রিখটার স্কেলে তিব্রতা ৫.০
Saturday, December 21 2024, 9:15 am
Key Highlights
শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের গঙ্গাভারাম, তাড়্লুরু, এবং রামভদ্রপুরম গ্রামে এই ভূমিকম্প অনুভূত হয়।
হঠাৎ ভূকম্পে কেঁপে উঠলো অন্ধ্র প্রদেশ। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের গঙ্গাভারাম, তাড়্লুরু, এবং রামভদ্রপুরম গ্রামে এই ভূমিকম্প অনুভূত হয়। পাশাপাশি মুন্ডলামুরু মণ্ডলের শংকরাপুরম, পোলভারাম, পাসুপুগাল্লু এবং ভেম্পাডু এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কম্পন খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ মাটি কাঁপা প্রায় দুই সেকেন্ড ধরে স্থায়ী ছিল। জানা গিয়েছে, মুলুগু জেলার মেদারাম এলাকাকে কেন্দ্র করে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.০ হিসেবে পরিমাপ করা হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- অন্ধ্রপ্রদেশ
- ভূমিকম্প
- ভূমিকম্প