Andhra Pradesh | কাকভোরে খাদে পড়লো পুণ্যার্থীদের বাস, অন্ধ্রপ্রদেশে মৃত্যু ৯ তীর্থযাত্রীর!

তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
শুক্রবার ভোরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৫টায় ওই বাসে চড়ে চিত্তুর থেকে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন ৩৫ জন তীর্থযাত্রী। অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামের কাছাকাছি আসতেই বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়। ভেতরে আটকে পড়েন পুণ্যার্থীরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। এঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
