Nitish Kumar Reddy । নীতীশকে ২৫ লক্ষ টাকা উপহার অন্ধ্র ক্রিকেট বোর্ডের, চলছে শতরানের সেলিব্রেশন
দেশের ফলো অন বাঁচানো শতরানের পরে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা বিরাট আর্থিক অঙ্কের পুরস্কার ঘোষণা করল নীতীশ রেড্ডির জন্য।
মেলবোর্নে নীতীশ রেড্ডির দুরন্ত সেঞ্চুরির উপহার দিলো অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা। সংস্থার তরফ থেকে বছর ২১ বয়সি নীতীশ কুমার রেড্ডিকে ২৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে।''অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট কে শিবনাথ এই ঘোষণা করলেন। এর আগেও নানাভাবে নীতীশকে সাহায্য করেছে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট বোর্ড। মাসিক ১৫ হাজার টাকা নীতীশ রেড্ডির ক্রিকেট ও পড়াশোনার পিছনে খরচ করত অন্ধ্র ক্রিকেট সংস্থা। তাই মেলবোর্নের এই দুর্দান্ত ইনিংস এর পেছনে ভূমিকা রয়েছে তাঁদেরও।