দেশ

Jammu and Kashmir | কাশ্মীরের অনন্তনাগে ঝর্নার মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি!

Jammu and Kashmir | কাশ্মীরের অনন্তনাগে ঝর্নার মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি!
Key Highlights

প্রাচীন মূর্তিগুলি উদ্ধার হয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের সালিয়ার অন্তর্গত কারকুটনাগে একটি ঝর্নার সংস্কারের জন্য খননকার্যের সময়।

জম্মু কাশ্মীরে মিললো প্রাচীন হিন্দু মূর্তি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের সালিয়ার অন্তর্গত কারকুটনাগে একটি ঝর্নার সংস্কারের জন্য খননকার্য চলছিল। পূর্ত দপ্তরের শ্রমিকরা মাটি খোঁড়ার সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি। মূর্তিগুলির মধ্যে একটি শিবলিঙ্গও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ব ও সংগ্রহশালা বিভাগের কর্তারা। প্রাথমিক পরীক্ষার পর মূর্তিগুলোর বয়স জানতে শ্রীনগরের পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।