Anandpur Fire Incident | আনন্দপুরের অগ্নিকান্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন তিনি
Friday, January 30 2026, 3:23 pm

Key Highlightsমৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
রবিবার রাতে আনন্দপুরে ওয়াও মোমোর গুদামে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার অবধি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এবার এঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির। এদিন তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও দু:খজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে PMNRF থেকে ২ লক্ষ টাকা করে এককালীন সহায়তা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে।’


