জওয়ান

Ayodhya Ram Mandir | অযোধ্যা রাম মন্দিরে উদ্ধার গুলিবিদ্ধ SSF জওয়ানের দেহ!

Ayodhya Ram Mandir | অযোধ্যা রাম মন্দিরে উদ্ধার গুলিবিদ্ধ SSF জওয়ানের দেহ!
Key Highlights

অযোধ্যা রাম মন্দিরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এক এসএসএফ বাহিনী (SSF Force) এর জওয়ানের দেহ।

অযোধ্যা রাম মন্দিরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এক এসএসএফ বাহিনী (SSF Force) এর জওয়ানের দেহ। এর জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে  ভক্তদের মধ্যে। সূত্রের খবর, বুধবার ভোর ৫টা ২৫ মিনিট নাগাদ গুলি চলে রাম মন্দির চত্বরে। গুলির আওয়াজ শুনে দ্রুত সেখানে পৌঁছন নিরাপত্তারক্ষীরা। সেখানে গুলিবিদ্ধ এসএসএফ (SSF) জওয়ানকে পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় এসএসএফ বাহিনী (SSF Force) এর জওয়ানকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।