দেশ

Udhampur | উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াই! সংঘর্ষে শহীদ এক ভারতীয় সেনা জওয়ান!

Udhampur | উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াই! সংঘর্ষে শহীদ এক ভারতীয় সেনা জওয়ান!
Key Highlights

বৃহস্পতিবার সকাল থেকেই উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বুধবার কুলগাম জেলায় নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের মধ্যে এক প্রস্ত গুলির লড়াই হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই সংঘর্ষে একজন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে উধমপুরের দুদু বসন্তগড় এলাকায় জঙ্গি গতিবিধির খবর মেলে। এরপরেই যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা।