Titagarh Blast | সোমের সকালে বিস্ফোরণে কাঁপলো টিটাগড় পুরপ্রধানের ফ্ল্যাট! চাঞ্চল্য এলাকায়

Monday, May 19 2025, 7:12 am
highlightKey Highlights

টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনে বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ওই আবাসনে রয়েছে টিটাগড় পুরসভার প্রধানের ফ্ল্যাট।


সোমবার সাতসকালে টিটাগড়ে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ছটা নাগাদ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। বাইরে বেরিয়ে দেখা যায় এলাকার একটি বহুতল আবাসন থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয়দের মতে, আবাসন থেকে বারুদের গন্ধও পাওয়া যাচ্ছিলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক অনুমান, ফ্ল্যাটে বোমা মজুত ছিল। সেই বোমা ফেটেই বিপত্তি হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের তিন চারটি ঘর ভেঙে গিয়েছে বলে খবর। উল্লেখ্য, ওই আবাসনে টিটাগড় পুরসভার প্রধানের ফ্ল্যাট আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File