Earthquake | সপ্তাহ শেষে জোরালো ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপলো জম্মুু-কাশ্মীরও!
Saturday, April 19 2025, 2:51 pm

শনিবার ভর দুপুরে ভূমিকম্প হল আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।
এক সপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্প আফগানিস্তানে। শনিবার দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। আফগানী ভূমিকম্পের জেরে শনিবার কেঁপে উঠলো ভারতের জম্মু কাশ্মীর থেকে দিল্লি সংলগ্ন অঞ্চল। উল্লেখ্য, এর আগে বুধবার ৫.৬ রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপেছিল আফগানিস্তান। ওই দিনও কেঁপেছিল জম্মু কাশ্মীরের কিস্তোয়ার।