World Best Food Brand | বিশ্বের সেরা ফুড ব্র্যান্ডগুলির শীর্ষে আমূল, চতুর্থ স্থানে বাঙালি ব্যবসায়ীর তৈরী সংস্থা ব্রিটানিয়া

Monday, September 16 2024, 10:07 am
World Best Food Brand |  বিশ্বের সেরা ফুড ব্র্যান্ডগুলির শীর্ষে আমূল, চতুর্থ স্থানে বাঙালি ব্যবসায়ীর তৈরী সংস্থা ব্রিটানিয়া
highlightKey Highlights

বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিয়েছে আমূল এবং ব্রিটানিয়া।


ব্র্যান্ড ফিনান্স ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিয়েছে আমূল এবং ব্রিটানিয়া। আমূল ১০০ নম্বরের মধ্যে ৯১.১ পেয়েছে। সংস্থার ব্র্যান্ড ভ্যালু ৩.৩ বিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের সেরা ব্র্যান্ডগুলির মধ্যে চতুর্থ স্থান দখল করেছে ব্রিটানিয়া। অন্যান্য জনপ্রিয় এবং পরিচিত ব্র্যান্ডগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে USAর চকোলেট প্রস্তুতকারী সংস্থা হার্শে। সেরা দশের তালিকায় ডোরিটোস এবং চিটোসের মতো ব্র্যান্ডও রয়েছে।বিশ্বের সব থেকে মূল্যবান ব্র্যান্ডের শিরোপা পেয়েছে নেসলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট