Amit Shah | দুর্যোগের কারণে অমিত শাহের রাজ্য সফরে পরিবর্তন, বাতিল আরামবাগের কর্মসূচি
Saturday, October 26 2024, 7:17 am
 Key Highlights
Key Highlightsঝড়-বৃষ্টির কারণে অমিত শাহের বাংলা সফরের দিন পরিবর্তন, আরামবাগের কর্মসূচি বাতিল।
দুর্যোগের কারণে কাটছাট করা হলো অমিত শাহের রাজ্য সফর। শনিবার বাংলায় আসছেন তিনি।রবিবার সমবায় সংক্রান্ত একটি কর্মসূচিতে আরামবাগে যাওয়ার কথা ছিল শাহের। কিন্তু যে মাঠে কর্মসূচি হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সেই মাঠে জল জমে যাওয়ায় অমিত শাহের চপার নামতে পারবে না। তাই আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে বাকি কর্মসূচি অপরিবর্তিত থাকছে। সূত্রের খবর, তিলোত্তমার পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল তিলোত্তমার পরিবার।

 
 