হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি! ঝাড়গ্রাম যাচ্ছেন না অমিত শাহ, করবেন ভিডিও কনফারেন্সে

Monday, March 15 2021, 8:09 am
হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি!  ঝাড়গ্রাম যাচ্ছেন না অমিত শাহ, করবেন ভিডিও কনফারেন্সে
highlightKey Highlights

আজ নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে ঝাড়গ্রাম যাবার সূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর। কিন্তু কপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে তিনি ঝাড়গ্রাম যেতে পারছেন না, খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই মিটিং সারবেন তিনি। দলসূত্রে খবর, তাঁর ক্রিয়াসূচীতে বদল হয়েছে এবং হেলিকপ্টারের ত্রুটি মেটানোর পর রানিবাঁধে যাবেন অমিত-জি। অন্যদিকে ঝাড়গ্রামের সভাস্থলে পুলিশের চেকিং করা নিয়ে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে বচসা শুরু হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File