Amit Shah in WB | মোদির পর এবার বঙ্গসফরে অমিত শাহ! জোরদার নির্বাচনী প্রচারে বিজেপি

ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই আবহে শাহ বঙ্গ বিজেপির নেতাদের কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।
সামনেই বিধানসভা নির্বাচন। কদিন আগেই বঙ্গসফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কলকাতার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ২৯ ডিসেম্বর সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ। সেখান থেকে সল্টলেকে বিজেপি দফতরে পৌঁছে কোর কমিটি এবং নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করার কথা তাঁর। ৩০ ডিসেম্বর দুপুরে সাংবাদিক বৈঠক করবেন শাহ। মধ্যাহ্নভোজনের পর বিজেপি নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন তিনি। এরপর মানিকতলায় কেশব ভবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে তাঁর।
