Amit Shah | ছাব্বিশের ভোটকে স্মরণে রেখে কলকাতার দুর্গাপুজোয় আসছেন অমিত শাহ!

Tuesday, August 19 2025, 5:39 pm
highlightKey Highlights

ছাব্বিশের ভোট সামনে রেখে ফের বাংলায় দুর্গোৎসবে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


মোদির বঙ্গ সফরের ভাষণে বারবার মা দুর্গা, মা কালীর নাম শোনা গিয়েছিল। সামনেই দুর্গাপুজো। বিজেপির তরফে আয়োজিত সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর খুঁটি পুজোও হয়েছে। বঙ্গ বিজেপি যে বাঙালীয়ানাতে ঝুঁকেছে তা স্পষ্ঠ। এই আবহেই ২০২৫ সালে দুর্গাপুজোর উদ্বোধনে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মহালয়ার পরদিনই কলকাতায় দু’টি এবং সল্টলেকে ১টি মণ্ডপের ফিতে কাটবেন শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গড়ে ছাব্বিশের নির্বাচনী প্রচারকে বাঙালিয়ানায় মুড়তে চলেছে বঙ্গ বিজেপি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File