East Bengal | একই দিনে জোড়া সাফল্য ইস্টবেঙ্গলের! ছেলেরা হলো চ্যাম্পিয়ন, জয় দিয়ে শুরু মেয়েদের যাত্রা!

ISL-এর অনিশ্চয়তার মধ্যেই একই দিনে জোড়া সাফল্য পেল ইস্টবেঙ্গল।
ISL-এর অনিশ্চয়তার মধ্যেই একই দিনে জোড়া সাফল্য পেল ইস্টবেঙ্গল। একদিকে ছেলেদের দল ডায়মন্ড হারবার এফসিকে ৩-০ গোলে হারিয়ে জিতল কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড ২০২৫ চ্যাম্পিয়ন। অন্যদিকে মেয়েদের দল সেতু এফসিকে ১-০ গোলে হারিয়ে IWL এর যাত্রা শুরু করল। উল্লেখ্য, তিনদিন আগেই SAFF ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইস্টবেঙ্গলের মহিলা দল কলকাতা ফেরে। মেয়েদের জয়ের আগে ইস্টবেঙ্গলের B টিম ডায়মন্ড হারবার এফসিকে ৩-০ গোলে হারিয়ে জিতল কুলদাকান্ড মেমোরিয়াল শিল্ড।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল
- ফুটবলার
