আন্তর্জাতিক

American Airlines flight | টেক অফের পরই ল্যান্ডিং গিয়ারে আগুন! আমেরিকায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবাহী ফ্লাইট

American Airlines flight | টেক অফের পরই ল্যান্ডিং গিয়ারে আগুন! আমেরিকায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীবাহী ফ্লাইট
Key Highlights

ফ্লাইট টেক অফের পরে রানওয়েতে পৌঁছতেই হঠাৎ করে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা যায়। এর পরে জরুরি ভিত্তিতে ফ্লাইট থেকে ১৭৩ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

ফের বিমান বিপত্তি। দুর্ঘটনার কবলে আমেরিকার এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সূত্রের খবর, শনিবার স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর AA-3023 ফ্লাইটের মিয়ামি যাওয়ার কথা ছিল। আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট টেক অফ করতেই ধোঁয়ায় ভরে যায় চারপাশ। সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করে আপদকালীন দরজা খুলে ১৭৩ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে গিয়েছিল। কেউ আহত হয়নি।