Indian Migrants | ফের শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা!

Friday, February 14 2025, 2:13 pm
highlightKey Highlights

আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে পাঠাতে চলেছে আমেরিকা! ২টি মার্কিন বিমানে ১০৯ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে


দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের গদিতে ডোনাল্ডের ট্রাম্পের বসার পর এই প্রথম সেদেশের সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হয়েছে দুজনের মধ্যে বৈঠকও। এরপরই আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে পাঠাতে চলেছে আমেরিকা! জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষে আরও ১০৯ জনকে ভারতে পাঠানো হবে। ২টি মার্কিন বিমানে ১০৯ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। এই ১০৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের, হরিয়ানার ৩৩ জন, গুজরাটের ৮ জন, উত্তর প্রদেশের ৩ জন, মহারাষ্ট্রের ৩ জন, গোয়ার ২ জন, রাজস্থানের ২ জন রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File