India-Pakistan | ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে ভূমিকা নেই আমেরিকার! স্পষ্ট জানালেন বিদেশসচিব

ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই বলে সাফ জানিয়ে দিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি।
ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই বলে সাফ জানিয়ে দিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। সোমবার শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটিকে তিনি জানান, সংঘর্ষ বিরতির সম্পূর্ণ সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনার পর নেওয়া হয়। বিদেশসচিব বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কোন সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ এছাড়াও পরমাণু হামলার হুমকি প্রসঙ্গে তিনি জানান, পাকিস্তানের দিক থেকে কোনও পরমাণু হামলার হুমকি ছিল না।