Iran-Israel-America | আমেরিকার কাছে ইরান ইজরায়েল হামলার 'ব্লুপ্রিন্ট', টেলিগ্রামে ফাঁস হয়ে গেল নথি

Monday, October 21 2024, 6:29 am
Iran-Israel-America | আমেরিকার কাছে ইরান ইজরায়েল হামলার 'ব্লুপ্রিন্ট', টেলিগ্রামে ফাঁস হয়ে গেল নথি
highlightKey Highlights

ইরানের মাটিতে ইজরায়েল কীভাবে হামলা চালাবে তার ব্লুপ্রিন্ট রয়েছে আমেরিকার কাছে? টেলিগ্রামে ফাঁস হয়ে গেল এমনই তথ্য!


ইরানের মাটিতে ইজরায়েল কীভাবে হামলা চালাবে তার ব্লুপ্রিন্ট রয়েছে আমেরিকার কাছে? টেলিগ্রামে ফাঁস হয়ে গেল এমনই তথ্য! জানা যাচ্ছে, ফাঁস হওয়া 'ফাইভ আইস’ নামক এই নথি মার্কিন জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির। এতে দেখা গিয়েছে, ১ অক্টোবর ইজরায়েলের মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ স্বরূপ কীভাবে হামলা চালাবে তেল আভিব। ইতিমধ্যেই এই নথি ফাঁস হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তদন্তের বার্তা দিয়েছেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File