ধরিত্রীর ঋতুকাল! শুরু হল অম্বুবাচী, আসুন জানা যাক এই নিয়ে শাস্ত্রবিদদের কি মত
অম্বুবাচী হল হিন্দু ধর্মের একটি অন্যতম আচার। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হয়ে চতুর্থ পদের শুরুতে অর্থাৎ ৭ই আষাঢ় থেকে ১০রা আষাঢ় অম্বুবাচী হয় । হিন্দু শাস্ত্র মতে, সতীর ৫১ খন্ডের একটি "যোনি" খণ্ড কামাক্ষা ধামে পতিত হয়েছিল। সনাতন বিশ্বাস মতানুযায়ী, ধরিত্রীও বছরের এই তিনদিনই ঋতুমতী হন। এই সময় গোটা দেশে আদি শক্তির বিভিন্ন রূপকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।
- Related topics -
- দেশ
- ধর্ম
- হিন্দু ধর্ম