Jio-Allianz | বিমার ব্যবসায় নামবে আম্বানি, অ্যালিয়ানজ়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছে জিয়ো
Wednesday, October 23 2024, 10:36 am
Key Highlightsএবার সাধারণ বিমা এবং জীবন বিমার ব্যবসায় নামতে আগ্রহী মুকেশ আম্বানি।
এবার সাধারণ বিমা এবং জীবন বিমার ব্যবসায় নামতে আগ্রহী মুকেশ আম্বানি। সেই লক্ষ্যে জার্মান বিমা সংস্থা অ্যালিয়ানজ়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছে জিয়ো ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। এই বিষয়ে দুই সংস্থার তরফে এখনও অফিসিয়াল কোনও বিবৃতি জারি করা হয়নি। মূলত বাজাজের সঙ্গে বিচ্ছেদের হাঁটার পরই জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে আলিয়ানজ়য়ের আলোচনার বিষয়টি সামনে আসে। এদিকে ভারতে অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের উপস্থিতি পোক্ত করতে চাইছেন জিয়ো ফিনান্সিয়াল সার্ভিস।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- জিও
- মুকেশ আম্বানি
- রিলায়েন্স
- জীবন বীমা

