প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ২০-২৩ জানুয়ারি অ্যামাজনে দারুন সেল, জানেন কীসে কীসে পাবেন ছাড়?

Wednesday, January 20 2021, 9:16 am
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ২০-২৩ জানুয়ারি  অ্যামাজনে দারুন সেল, জানেন কীসে কীসে পাবেন ছাড়?
highlightKey Highlights

গ্রেট রিপাবলিক ডে’তে ই-কমার্স সংস্থাটি ব্র্যান্ডেড পণ্যগুলিতে ৭০ শতাংশ ছাড় দিতে চলেছে। এর মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, রান্নাঘরের পণ্য, প্রতিদিনের ব্যবহারের পণ্য, জামাকাপড় এবং জুতোও। অ্যামাজন ইন্ডিয়া ২০২১ এ তাদের সবচেয়ে বড় সেলের ঘোষণা করেছে। এই সেলের নাম গ্রেট রিপাবলিক ডে সেল। ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারি অবধি চলবে এই সেল। প্রাইম মেম্বাররা অবশ্য ১৯ জানুয়ারি থেকেই এই সেলের সুবিধা নিতে পারবেন। গ্রেট রিপাবলিক ডে’তে ই-কমার্স সংস্থাটি ব্র্যান্ডেড পণ্যগুলিতে ৭০ শতাংশ ছাড় দিতে চলেছে। এর মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, রান্নাঘরের পণ্য, প্রতিদিনের ব্যবহারের পণ্য, জামাকাপড় এবং জুতোও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File