Amazon-এর বিরুদ্ধে অভিযোগ উঠল অ্যাডলফ হিটলারের 'গোঁফ চুরি'-র
৫ বছর পর প্রথম আইকন পরিবর্তন করল Amazon। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমাজনের অ্যাপের আইকন নিয়ে তীব্র জল্পনার ঝড় শুরু হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে অ্যাডল্ফ হিটলারের গোঁফ-এর সাথে তাদের আইকন হুবহু মাইল যাচ্ছে। Amazon-এর 'সিগনেচার লোগো'-তে যে অ্যারো থাকে, সেই চিহ্নের উপরেই ওই নীল রঙের স্ট্রিপ ছিল। অনেকের অভিযোগ যে এখানে কারসাজি করা হচ্ছে। এর পরেই বিখ্যাত এই ই-কমার্স সংস্থা তাদের লোগোর পরিবর্তন করেছে।
- Related topics -
- অ্যাডলফ হিটলার
- আমাজন প্রাইম
- বাণিজ্য