বিনোদন

Uorfi Javed: "আমি কি ধর্ষকের চেয়ে বেশি বিপজ্জনক?" বিজেপি নেতার পর পাল্টা আঘাত করলেন উরফি

Uorfi Javed: "আমি কি ধর্ষকের চেয়ে বেশি বিপজ্জনক?" বিজেপি নেতার পর পাল্টা আঘাত করলেন উরফি
Key Highlights

উরফির বিরুদ্ধে বিজেপি অভিনেত্রীর অভিযোগ, "পথে পথে নিজের শরীর প্রদর্শন করে বেড়াচ্ছেন। যৌনতায় উসকানি দিচ্ছেন ...... গ্রেপ্তার করা হোক অভিনেত্রীকে। "

যতক্ষণ না সে তার গোপনাঙ্গ দেখাচ্ছে, ততক্ষণ তাকে জেলে পাঠানোর কোনো উপায় নেই- স্পষ্ট করেছেন অভিনেত্রী উরফি জাভেদ। বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ উরফির বিরুদ্ধে নগ্নতার অভিযোগ এনে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। বিজেপির মহারাষ্ট্র মহিলা মোর্চার সভাপতি উরফির বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করেছেন এবং বলেছেন যে উরফির পোশাক যৌন ইঙ্গিতপূর্ণ। এবার সেই দাবিরই প্রত্যাবর্তন দিল উরফি। নেতাকে আক্রমণ করে তিনি বলেন, যেখানে বিলকিস বানোর গুণ্ডারা প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়ায়, সেখানে সাংসদরা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন! তিনি কি ধর্ষকদের চেয়েও বেশি বিপজ্জনক এমন প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

অভিনব পোশাক পরার জন্য উরফিকে মাঝে মাঝে উপহাস করা হয়। কিন্তু সেসব কথায় পাত্তা দিতে একেবারেই নারাজ তিনি। কখনো জিন জ্যাকেটে গোলাপি আন্ডারওয়্যার পরে, কখনো সেফটি পিন পরে রাস্তায় বের হন। ডিসেম্বরে একজন আইনজীবী অশ্লীলতার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। আর সম্প্রতি এমন কান্ডের পর তাঁকে আক্রমণ করলেন বিজেপি নেতা।

কিন্তু নতুন বছরের শুরুতেই তার স্থলাভিষিক্ত হলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পেজে নিজের ক্ষোভ প্রকাশ করে উরফি লিখেছেন, “এই রাজনৈতিক নেতাদের কি তাদের জীবনে সত্যিকারের কোনো কাজ নেই? এই নেতারা এবং আইনজীবীরা কি একেবারেই বোকা?" উরফির মতে, নগ্নতা বা অশ্লীলতার সংজ্ঞা ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই এসব অভিযোগের তোয়াক্কা না করে নেত্রীকে আরও কিছু চাকরি দিয়েছেন।

কি বললেন উরফি? তিনি নেত্রীকে মহিলা পাচারকারী দল, বেআইনি ডান্স বার এবং মুম্বাইয়ের অবৈধ পতিতাবৃত্তির বিরুদ্ধে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। এর আগেও বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির কথা বলেছেন উর্ফি। বলিউডের বেশ কয়েকটি সিনেমা বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ধর্ষকদের বয়কট করা হচ্ছে না কেন? আর এবার পোশাক ইস্যুতে হামলার পরিপ্রেক্ষিতে উরফি জাভেদ বিষয়টি নিয়ে পাল্টা হামলা চালালেন।


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Health Drink for Adults and Kids | পুষ্টির জন্য বাজার থেকে কিনে নয়, বরং বাড়িতেই হেলথ ড্রিংক বানিয়ে খান!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla