Purulia Tiger | পুরুলিয়ায় এখনো অধরা বাঘমামা, কাজে আসলো না ট্র্যাপ ক্যামেরা! আতঙ্কে গ্রামবাসী
Saturday, January 18 2025, 3:55 am
Key Highlights
শুক্রবারেও টোপে মন গলেনি দক্ষিণরায়ের। সে এদিনও পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে নিজের ডেরাতেই ছিল। বাঘের দেখা না মিললেও, বাঘের পায়ের ছাপের দেখা মিলেছে।
জিনাত আতঙ্ক কাটতে না কাটতেই পুরুলিয়ায় ঘুম ওড়াচ্ছে দক্ষিণরায়। পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে নিজের ডেরার আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বাঘটি। এরই মধ্যে কয়েকটি মৃত পশু উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে রাইকা সংলগ্ন কেন্দাপাড়া, যমুনাগোড়া, রাহেমদা, উদোলবনী সহ একাধিক গ্রামে। এই বাঘের গলায় কোনও রেডিও কলার নেই, ফলে তার হদিশ পাওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৫টি টোপের খাঁচা বসানো হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ৮টি বিশেষ টিম জঙ্গলের অন্দরে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।