Calcutta High Court | সন্তান লালন-পালনে দায়িত্ব রয়েছে বাবাদেরও! মায়েদের মতো সমান চাইল্ড কেয়ার লিভ পাবেন বাবারা
Monday, August 12 2024, 2:05 pm
Key Highlightsসন্তানকে দেখভাল করার জন্য মায়েদের পাশাপাশি সমান চাইল্ড কেয়ার লিভ পাবেন বাবারাও।
সন্তানকে দেখভাল করার জন্য মায়েদের পাশাপাশি সমান চাইল্ড কেয়ার লিভ পাবেন বাবারাও। এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারাজীবনে ৭৩০ দিন স্ববেতন ছুটি পান, পুরুষরা পান ৩০ দিন। বিচারপতি সিনহার নির্দেশ,আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই ব্যাপারে গাইডলাইন তৈরি করতে হবে। সেই অনুযায়ী, ৭৩০ দিন ছুটি পাবেন বাবারা।
- Related topics -
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য
- রাজ্য সরকার

