শহর কলকাতা

Kolkata | মহানগরের বুকে একাকী বৃদ্ধা খুন! ঘরের মূল দরজায় পড়ে মৃতদেহ, এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য

Kolkata | মহানগরের বুকে একাকী বৃদ্ধা খুন! ঘরের মূল দরজায় পড়ে মৃতদেহ, এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য
Key Highlights

খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধাকে খুনের অভিযোগ। বুধবার মুচিপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

খাস কলকাতায় খুন হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে, মুচিপাড়ার সার্পেনটাইন লেনে। ওই লেনের একটি বাড়িতে একই থাকতেন বছর ছিয়াত্তরের বৃদ্ধা নমিতা পাল। বুধবার সন্ধ্যায় কয়েকজন এলাকাবাসী তাঁকে জানলার কাছে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দরজার কল ভেঙে ঘরের দরজার কাছ থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। আলমারি ও ঘরের বিভিন্ন অংশ তছনছ করা হয়েছে। পুলিশের সন্দেহ,আততায়ী বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে। তারপর লুটপাট করে পালায়। আততায়ী সম্ভবত পরিচিত কেউ। এঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দারা।